সাবজেক্ট রিভিউঃ লেদার ইঞ্জিনিয়ারিং

বর্তমানে চীন,কোরিয়া সহ বিভিন্ন উন্নত দেশগুলো তাদের লেদার ও ফুটওয়্যার বিজনেসগুলোকে স্হানান্তর করছে বাংলাদেশে। বাংলাদেশে প্রস্তুতকৃত চামড়ার গুণগতমান ভালো হওয়ায় আন্তর্জাতিক বাজারেও এর বেশ কদর রয়েছে। এজন্য চামড়া ও চামড়াশিল্পজাত পণ্য উৎপাদনকারী বহু প্রতিষ্ঠান তাদের ব্যবসার রুটিন সম্প্রসারণ করে যাচ্ছে

কুয়েট ভর্তি পরীক্ষার প্রস্তুতি ও পরামর্শ

মোট ৫০০ নম্বরের MCQ পরীক্ষা অনুষ্ঠিত হয়,যার জন্য সময় ২ ঘন্টা ৩০ মিনিট। প্রতিটি ভুল উত্তরের জন্য ২৫% নম্বর কাটা যাবে। তবে সর্বনিম্ন কোন পাশ মার্ক নেই।
মানবণ্টনঃ
পদার্থবিদ্যা- ১৫০
রসায়ন- ১৫০
গনিত- ১৫০
ইংরেজি- ৫০

বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতিঃ কিছু কমন প্রশ্ন ও উত্তর

তোমাকে দিয়ে হবে কিনা, সেটা অনেকাংশেই নির্ভর করবে তোমার নিজের উপর। আগে কে কি করেছো সেটা ভুলে যাও,পরবর্তী ৩ টা মাস কি করবে সেটাই আসল। আজ পড়বো, কাল পড়বো না করে এখনই পড়তে বসে যাও