শর্টকাট আর কনসেপ্ট বুকঃ ইঞ্জিনিয়ারিং ভর্তি প্রস্তুতি

১. প্রথমেই পাঠ্যবই। যে অধ্যায়গুলোর উপর আজকে ক্লাস হয়েছে সেগুলো পাঠ্যবই থেকে Reading পড়া। Reading পড়া মানে line to line না। প্রতিটা সূত্র দেখা এবং সূত্রের কিছু বর্ণনা থাকলে তা পড়া। এরপর বই এর সমস্ত Example ও Excercise করা। তোমার কাছে যতগুলো বই আছে সবগুলো। এর মাঝে Physics এর জন্য তপন স্যার ও ইসহাক স্যার এর বই খুবই দরকারী। Math আর Chemistry তে বোর্ড এক্সামের জন্য যে বই পড়েছ সেটা আবশ্যক।

বুয়েট ভর্তি প্রস্তুতিঃ সহায়ক টিপস

বিভিন্ন কোচিং থেকে প্রতি ক্লাসের জন্য আলাদা আলাদা লেকচার শিট সরবরাহ করে। সেখানে অনেক ধরণের অঙ্ক, প্র্যাকটিস প্রবলেম, বাড়তি তথ্য, সূত্র দেওয়া থাকে যেগুলোর অনেক কিছুই বইতে নেই। বেশিরভাগ ছাত্রই যে ভুল টা করে তা হলো- সেগুলোকে খুব বেশি গুরুত্ব দিয়ে সল্ভ করা শুরু করে দেয়।