eLearning in BD: User Experience & Expectations Survey

সারা বিশ্বেই ইন্টারনেট থেকে শেখার বা দক্ষতা অর্জন করার অভ্যাস বাড়ছে। বাংলাদেশেও ধীরে ধীরে এই ট্রেন্ড বেশ জনপ্রিয় হয়ে উঠছে। আসলে সারাদিন কষ্ট করে বাইরে ট্রেনিং বা ওয়ার্কশপ এটেন্ড করার চেয়ে অনলাইনে শিখতে সময়, শ্রম, অর্থ- সবই কম লাগে। বিশাল চাহিদার সাথে তাল মিলিয়ে তাই বিগত কয়েক বছরে বাংলাদেশে বেশ কিছু eLearning প্লাটফর্ম তৈরি হয়েছে।

eLearning এর অনেকগুলো ফরম্যাটের মধ্যে একটি হচ্ছে Online Course। অনলাইন কোর্স নিয়ে মানুষের ধারণা কতটুকু; বা অনলাইন কোর্স থেকে শিক্ষার্থীরা কি আশা করেন; বর্তমান প্ল্যাটফর্মগুলো সেই আশা কতটুকু পূরণ করতে পারছে; বা অনলাইনে কোর্স করতে গিয়ে শিক্ষার্থীদের অভিজ্ঞতা কেমন- এইসব বিষয়ে স্বচ্ছ পরিসংখ্যান থাকা প্রয়োজন। তাই eLearning এবং অনলাইন কোর্স নিয়ে আপনাদের অভিজ্ঞতা ও প্রত্যাশা জানতে এই জরিপ পরিচালনা করছি আমরা টীম বহুব্রীহি।

এই জরীপে অংশ নেয়ার জন্য গিফট হিসেবে আপনাকে একটি স্পেশাল কুপন দেয়া হবে যা দিয়ে বহুব্রীহির যেকোনো কোর্সে আপনি ২৫% ডিস্কাউন্ট উপভোগ করতে পারবেন! ?

শেয়ার করুন

3 thoughts on “eLearning in BD: User Experience & Expectations Survey”

Leave a Comment