ব্রিটিশ কাউন্সিলের জরিপ মোতাবেক, বিশ্বব্যাপী ১৪০ টা দেশের ১০,০০০ এর বেশি প্রতিষ্ঠান ভাষা দক্ষতার মাপকাঠি হিসেবে IELTS স্কোর গ্রহণ করে। এই বিশাল জরিপের মধ্যে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, ট্রেইনিং সেন্টারসহ সব ধরনের প্রতিষ্ঠান-ই অন্তর্ভুক্ত।
কাজেই, আপনার যদি বাইরের দেশের ভার্সিটিতে এপ্লাই করার, যেকোনো ট্রেইনিং নেয়ার কিংবা স্থায়ী বাসিন্দা হওয়ার ইচ্ছা থাকে তাহলে IELTS -ই হলো আপনার প্রথম ধাপ।
বাংলাদেশ থেকে প্রতি বছর প্রায় ১৫০০০-২০০০০ পরীক্ষার্থী আইইএলটিএস পরীক্ষায় অংশগ্রহণ করেন। যাদের মধ্যে অনেকেই আইইএলটিএস কোচিং করেন কিন্তু আশানুরূপ ফল পান না। (Source)
এই অনাকাঙ্ক্ষিত ব্যর্থতার জন্যে দায়ী হল সঠিক প্ল্যানিং এর অভাব। সবারই লক্ষ্য থাকে ভালো স্কোর পাওয়া, কিন্তু অনেকেই জানেন না কিভাবে তা পেতে হবে।
তাই এই আর্টিকেলটিতে আমরা সবচেয়ে ভালো ও কার্যকর IELTS রিসোর্সগুলো একত্রিত করেছি, যেন আপনি ঘরে বসেই টার্গেট স্কোর পাওয়ার মতো প্রিপারেশন নিতে পারেন।
বহুব্রীহির IELTS কোর্সগুলোতে ডিসকাউন্ট পেতে হলে
বহুব্রীহির IELTS কোর্সগুলোতে আপনি অনেক সময় সেলস প্রাইস পাবেন। এর বাইরে অতিরিক্ত ১৫% – ২৫% ডিসকাউন্ট পেতে নিচের ফর্মটি পূরণ করুন।
কোর্স
IELTS এর বিভিন্ন রিসোর্স থাকলেও কমপ্লিট প্রিপারেশনের কোর্স কমই পাওয়া যায়। রিডিং, রাইটিং, লিসেনিং, স্পিকিং মডিউলগুলোর আলাদা কোর্স বা ক্লাস-ই প্রচলিত বেশি। তাই, সবগুলো অংশ-ই কভার করে এমন কোর্স এখানে দিয়ে দিচ্ছি-
প্রতিটি মডিউলের জন্য আলাদা কোর্সের পাশাপাশি বহুব্রীহিতে আপনি পেয়ে যাবেন IELTS একাডেমিক ও জেনারেল ট্রেইনিং এর কমপ্লিট প্রিপারেশন কোর্স। এই কোর্সগুলোতে IELTS এর সম্ভাব্য সব ধরনের প্রশ্ন ও প্রশ্নকাঠামো নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে।
এছাড়াও, শেয়ার করা হয়েছে বিভিন্ন স্ট্র্যাটেজি এবং গুরুত্বপূর্ণ টিপস যা ৮+ ব্যান্ডস্কোর পেতে সাহায্য করবে।
প্র্যাকটিস টেস্ট
যেকোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় ভালো করার সবচেয়ে কার্যকর উপায় হলো – প্র্যাকটিস টেস্ট। প্র্যাকটিস টেস্টগুলোর মাধ্যমে আপনি প্রশ্নের ধরণ, উত্তরের পদ্ধতি, টাইম ম্যানেজমেন্ট ভালোভাবে বুঝতে পারবেন। আর সেই সাথে প্রিপারেশন লেভেল নিয়ে ধারণা পেয়ে যাবেন। আর আমরা তো সবাই জানি,
“Practice makes a man perfect”
তাই এখানে আমরা শেয়ার করছি বেশ কিছু প্র্যাকটিস টেস্ট রিসোর্স।
☑ Official IELTS Practice Materials Volume 1 and Volume 2
এটি একটি ফ্রী রিসোর্স। IELTS MATERIAL (লিঙ্ক এই আর্টিকেল এর ওয়েবসাইট অংশে) এর ওয়েবসাইটে সাইন আপ করে ফ্রী ই-বুক নামিয়ে নিতে পারেন বা Amazon থেকে কিনে নিতে পারেন পেপারব্যাক কপি।
☑ The Official Cambridge Guide to IELTS
Cambridge এর বইগুলোর বেশ খ্যাতি আছে আইইএলটিএস প্রিপারেশনের জন্য। অফিশিয়াল প্র্যাকটিস টেস্টসহ এই বইগুলোয় পেয়ে যাবেন অনেক এক্সারসাইজ। এই বইগুলো লোকাল বাজারে খুঁজলে মোটামুটি সবগুলোই পেয়ে যাবেন, বিশেষ করে পুরনো বইয়ের দোকানে। তাছাড়া রকমারি বুকস তো আছেই।
☑ Practice questions on ielts.org
আইইএলটিএস এর অফিসিয়াল সাইটে অনেক practice question রয়েছে যেগুলো আপনি ফ্রীতেই চর্চা করতে পারবেন।
☑ Kaplan’s IELTS Premier with 8 Practice Tests (Third Edition)
টেস্ট প্রিপারেশন-এর দিকে Kaplan বেশ এগিয়ে। এই বইটিতে পেয়ে যাবেন মক ইন্টারভিউসহ বেশ ভালো মানের ৮টি full -length practice test।
কমপ্লিট রিসোর্স বাদে মডিউল ভিত্তিক অনেক কার্যকরী রিসোর্স আছে।
আইইএলটিএস (IELTS) রাইটিং
প্রিপারেশনের সময় অনেকেই আইইএলটিএস writing সেকশন নিয়ে তেমন মাথা ঘামান না। ফলস্বরূপ, অন্যান্য মডিউলে ভালো করলেও রাইটিং মডিউলে স্কোর কমে টোটাল ব্যান্ডস্কোর কমে যায়। Essay writing এর জন্য ফ্রী রিসোর্স পাওয়া দুষ্কর। আমরা চেষ্টা করেছি ভালো রিসোর্সগুলো এক জায়গায় নিয়ে আসার।
☑ The paid subscription to Magoosh IELTS training for essay grading.
Magoosh এর আইইএলটিএস ট্রেইনিং প্ল্যানে ১২৫ টি ভিডিও লেসন, ৬০০ টি স্যাম্পল ও practice test এর সাথে Essay Grading ও করা হয়।
☑ Magoosh Complete Guide to IELTS Writing Task 1 and Complete Guide to IELTS Writing Task 2 to improve.
Magoosh এর ওয়েবসাইট থেকে রাইটিং মডিউলের দু’টো টাস্ক-ই অ্যাক্সেস করতে পারবেন।
আইইএলটিএস (IELTS) স্পিকিং
স্পিকিং সেকশনে ভালো করতে হলে আগে আপনাকে বুঝতে হবে স্পিকিং সেকশনটি কিভাবে গ্রেড করা হয়। আইইএলটিএস স্ট্যান্ডার্ড অনুযায়ী, স্পিকিং টেস্টের গ্রেডিং করা হয় Fluency, Coherency, Lexical Resources, Grammatical accuracy, এবং Pronunciation ইত্যাদি বিষয়গুলোর উপর ভিত্তি করে ।
অর্থাৎ আপনার স্কোর নির্ভর করবে আপনি কতোটা সাবলীল এবং সঙ্গতিপূর্ণভাবে আপনার উত্তরগুলো উপস্থাপন করতে পারছেন তার উপর। অনেকেই ভাবেন, British কিংবা American accent ছাড়া স্পিকিং টেস্টে ভালো করা যায় না। এটা একটি নিরেট ভুল ধারণা!
Pronunciation স্পিকিং টেস্টের একটি গুরুত্বপূর্ণ বিষয়। তবে এখানে আরো অনেক বিষয় আছে। যেমন – আভিধানিক ভাষাজ্ঞান (Lexical Resources)। সোজা কথায়- ভোকাবুলারি। আপনার স্পিকিং স্কোর বাড়াতে আপনাকে অনেকখানি সাহায্য করবে ভোকাবুলারির ভালো দখল।
শুধু যে স্পিকিং টেস্টে ভোকাবুলারি দরকার হয় তা না, এটি আপনার রাইটিং, রিডিং, লিসেনিং সবক্ষেত্রেই চোখে পড়ার মতো পরিবর্তন এনে দিতে পারে। তাই ভোকাবুলারির দখল বাড়ানোর জন্য এভেইলেবল সবচেয়ে বেশি জনপ্রিয় ও ফলপ্রসূ রিসোর্সগুলো এখানে দিয়ে দিচ্ছি-
ভোকাবুলারি
ভোকাবুলারি বাড়ানোর বেশ কার্যকরী উপায় হল আর্টিকেল পড়া। প্রতিদিন রিডিং ম্যাটেরিয়াল হিসেবে journalistic article পড়ার অভ্যাস করতে পারলে তা বেশ কাজে দিবে। নিম্নোক্ত সোর্সগুলো থেকে রোজ অন্তত একটি আর্টিকেল পড়ার অভ্যাস করুন।
বহুল ব্যবহৃত শব্দগুলো নিয়ে বহুব্রীহি নিয়ে এসেছে ফ্রি আইইএলটিএস ওয়ার্ড লিস্ট। এই ওয়ার্ড লিস্টগুলোয় আপনি শব্দের অর্থের পাশাপাশি জানতে পারবেন এটি কোন Parts of Speech, এর synonym এবং বাক্যে এর ব্যবহার।
☑ Barron’s essential words for IELTS
আইইএলটিএস এ সবচেয়ে বেশি পুনরাবৃত্তি হয় এমন ৬০০ শব্দ নিয়ে বানানো একটি সাজানো-গোছানো মডিউল। এখানে শেখার সুবিধার্থে শব্দগুলো বিভিন্ন ক্যাটেগরি ও স্তরে ভাগ করা আছে।
☑ Magoosh vocabulary flashcard app
Magoosh Vocabulary flashcard app টি ফ্রীতে অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারবেন। অ্যাপটি ব্যবহার করে যেকোনো সময়, যেকোনো জায়গায় আপনার ভোকাবুলারির চর্চা চালিয়ে যেতে পারবেন।
Quick tip: স্পিকিং কিংবা রাইটিং টেস্টে “Actually”, “Anyway”, “I mean”, “You know” এর মতো ফিলার ওয়ার্ড এড়িয়ে যান।
আইইএলটিএস (IELTS) লিসেনিং
Listening test-এ সাধারণত British কিংবা American accent এর audio দেয়া হয়। এসব accent এর সাথে ভালোভাবে পরিচিত না হলে audio শুনে উত্তর বের করা বেশ কঠিন হয়ে পড়ে। তাই এখানে আমরা এমন কিছু রিসোর্স শেয়ার করছি যেখান থেকে আপনারা এসব accent এর সাথে পরিচিত হতে পারবেন এবং লিসেনিং টেস্ট প্র্যাকটিস করতে পারবেন।
- Ted Talks
- This I Believe from NPR
- Listen and Watch from the British Council
- BBC Radio
- ABC News
- 15 Days’ Practice For IELTS Listening (Ebook & Audio)
- Improve Your IELTS Listening & Speaking Skills (Ebook & CDs)
- Collins Listening For IELTS (Ebook & Audio)
আরও পড়ুনঃ Academic ও General IELTS এর পার্থক্যঃ কোনটি কার জন্য?
আইইএলটিএস (IELTS) রিডিং
রিডিং সেকশনে ভালো স্কোর পাওয়ার মূলমন্ত্র হল নিয়মিত চর্চা। প্র্যাকটিস টেস্টগুলো সলভ করে আপনি প্রশ্নের প্যাটার্নের সাথে ভালোভাবে পরিচিত হতে পারবেন এবং কম সময়ে সঠিকভাবে সব প্রশ্নের উত্তর দেয়ার দক্ষতা অর্জন করবেন।
স্পিকিং-এর জন্য ভোকাবুলারির যেসব রিসোর্সগুলো দেওয়া হয়েছে সেগুলো রিডিং টেস্টের জন্যও বেশ সহায়ক।
প্রয়োজনীয় ওয়েবসাইট সমূহ
বেশকিছু ওয়েবসাইট আছে আইইএলটিএস এর জন্য । এই ওয়েবসাইটগুলো বিশেষত আইইএলটিএস প্রস্তুতির দিকেই নজর দেয়, এখানে প্রয়োজনীয় রিসোর্স, কমিউনিটি, ফোরাম-এর মতো সুবিধা পাবেন।
✔️ IELTS.org
✔️ IELTS buddy
✔️ Ieltsliz.com
আইইএলটিএস (IELTS) কমিউনিটি
সারা বিশ্বে একসাথে অনেক মানুষ আইইএলটিএস দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। যেকোনো কম্পিটেটিভ পরীক্ষার তুলনায় আইইএলটিএস এর কমিউনিটি বেশ বিস্তৃত। এরকম কোন কমিউনিটির সাথে যুক্ত থাকলে আপনি অনেকের অভিজ্ঞতা জানতে পারবেন, সেই সাথে পেয়ে যাবেন বিভিন্ন টিপস ও সাজেশন।
✔️ Bohubrihi Exam prep community
অন্যান্য রিসোর্স
ক্লাস, কোর্স, practice test বাদেও কিছু রিসোর্স আছে যা আপনার আইইএলটিএস প্রিপারেশন সহজ করে দিতে পারে-
- Barron’s IELTS with Audio CDs, Third Edition
- Cambridge English: Common Mistakes at IELTS Advanced…and How to Avoid Them
Suggestion: যেকোনো এক ধরনের রিসোর্সে নিজেকে সীমাবদ্ধ না রেখে, চেষ্টা করুন কয়েক ধরনের রিসোর্স মিলিয়ে নিজের জন্যে সব থেকে বেশি কার্যকর প্ল্যানটি তৈরি করার।
এরপরও IELTS প্রিপারেশন নিয়ে দ্বিধাদ্বন্দ্ব থাকলে British Council এর এই ভিডিওটি দেখে নিতে পারেন, বা আমাদের জানাতে পারেন। আমরা চেষ্টা করব যথাসাধ্য সমাধান দেওয়ার।
সব শেষে বলে রাখি, IELTS নিয়ে যেমন ভীতি আছে, তেমনই সাফল্যের গল্পও আছে অনেক। চাইলে আপনিও ৮+ ব্যান্ড স্কোর পেতে পারেন। আপনাকে শুধু স্মার্টলি চেষ্টা করে যেতে হবে। মনে রাখবেন, “Before working hard, work smart.”
IELTS পরীক্ষায় ভালো ব্যান্ড স্কোর পেতে চান?
IELTS Academic আর IELTS General – দুই ধরনের পরীক্ষার উপরেই প্রস্তুতিমূলক কোর্স পাচ্ছেন বহুব্রীহিতে। প্রতিটি কোর্সে ১ বছরের জন্য ভিডিও, প্র্যাকটিস টেস্ট, স্টাডি ম্যাটেরিয়াল আর সাপোর্ট ফোরামের অ্যাক্সেস পাবেন আপনি।
যেসব কোর্স পাচ্ছেন:
- IELTS Complete Preparation: Academic and General
- IELTS Academic Test: Complete Preparation
- IELTS General Test: Complete Preparation
- Mastering IELTS Reading: Academic and General
- Mastering IELTS Writing: Academic and General
- Mastering IELTS Speaking and Listening Sections
- IELTS ভোকাবুলারি রপ্ত করার ৫ উপায় - January 16, 2021
- ফ্রী ডাউনলোড: IELTS VOCABULARY WORD LIST - January 11, 2021
- IELTS সম্পর্কে আপনার যা কিছু জানা প্রয়োজন - December 30, 2020
SAT niye kono article publish korle bhalo hoy