ডিজিটাল মার্কেটিংয়ের চাকরি

ডিজিটাল মার্কেটিংয়ের চাকরিতে বেতন কত?

আমাদের দেশের অধিকাংশ প্রতিষ্ঠানে এন্ট্রি লেভেলের ডিজিটাল মার্কেটার হিসাবে যোগ দিলে আপনার মাসিক বেতন গড়ে ৳২০,০০০ – ৳৩০,০০০ হবে। অভিজ্ঞতা ও পারফরম্যান্সের ভিত্তিতে বেতন বাড়বে।

ডিজিটাল মার্কেটিংয়ের জব সার্কুলারগুলো ঘাঁটাঘাঁটি করলে একটা ব্যাপার লক্ষ করবেন। বেতনের জায়গায় অনেক সময় “Negotiable” লেখা থাকে। বাস্তবতা হলো, ডিজিটাল মার্কেটিং নিয়ে আপনার অভিজ্ঞতা না থাকলে বা ভালো বিশ্ববিদ্যালয়ের ভালো ডিগ্রি না থাকলে এক্ষেত্রে ৳২০,০০০ – ৳৩০,০০০ স্যালারি নিশ্চিত করা কঠিন। তাই এ ধরনের সার্কুলার দেখে অ্যাপ্লাই করার আগে কাজের পোর্টফোলিও বানিয়ে ফেলা ভালো।

উল্লেখ্য যে, বিভিন্ন প্রতিষ্ঠান মূল বেতনের বাইরে আলাদা সুযোগ-সুবিধা দিয়ে থাকে। যেমন:

  • লাঞ্চ
  • যাতায়াতের ব্যবস্থা
  • পারফরম্যান্স বোনাস
  • ঈদ বা এ ধরনের উৎসব ভাতা

ডিজিটাল মার্কেটিংয়ের চাকরিতে অ্যাপ্লাই করার সময় বেতনের পাশাপাশি এসব সুবিধাও বিবেচনা করুন।

ডিজিটাল মার্কেটিংয়ের চাকরিতে কী কাজ করতে হয়?

ডিজিটাল মার্কেটিংয়ের অধিকাংশ এন্ট্রি-লেভেলের চাকরিতে আপনার কাজ হবে:

  • ক্যাম্পেইন প্ল্যান অনুযায়ী প্রোডাক্ট বা সার্ভিসের প্রোমোশনাল কন্টেন্ট রেডি করা ও কন্টেন্টগুলো বিভিন্ন ডিজিটাল চ্যানেলে পোস্ট করা
  • প্রোমোশনাল কন্টেন্টগুলোর পারফরম্যান্স ট্র্যাক করা
  • প্রোমোশনাল কন্টেন্টগুলোর পারফরম্যান্সের ডেটা অ্যানালিসিস করা ও রিপোর্ট বানানো
  • ক্যাম্পেইন প্ল্যান ও স্ট্রাটেজি বানানোর সময় মার্কেটিং টিমকে সাহায্য করা

সাধারণত ডিজিটাল মার্কেটিংয়ের ২-১টি ক্যাটাগরিতে আপনার ফোকাস বেশি থাকবে। এক্ষেত্রে সে ক্যাটাগরির দায়িত্বগুলো আপনাকে পালন করতে হবে। যেমন, আপনি যদি সোশ্যাল মিডিয়া এক্সিকিউটিভের পজিশনে থাকেন, তাহলে সোশ্যাল মিডিয়া পোস্টগুলো ভালোভাবে চেক করার কাজ থাকবে আপনার।

ডিজিটাল মার্কেটিংয়ের চাকরি কীভাবে খুঁজবেন?

পত্রপত্রিকা থেকে শুরু করে অনলাইন জব পোর্টাল – বিভিন্ন জায়গায় ডিজিটাল মার্কেটিংয়ের চাকরি খুঁজতে পারবেন আপনি। পত্রপত্রিকার চেয়ে অবশ্য অনলাইনেই সার্কুলারগুলো বেশি পাবেন।

আমাদের দেশের সবচেয়ে জনপ্রিয় জব পোর্টাল bdjobs.com সাইটে কীভাবে ডিজিটাল মার্কেটিংয়ের চাকরি খুঁজবেন, সেটা দেখা যাক।

Bdjobs.com সাইটে গেলে হোমপেইজ থেকেই সরাসরি কীওয়ার্ড দিয়ে সার্চ করতে পারবেন। যেমন:

  • Digital Marketing
  • Social Media
  • SEO

রেজাল্ট পেইজে লাল রং দিয়ে কীওয়ার্ড মার্কড করা থাকে, যেন সহজে চোখে পড়ে।

রেজাল্ট পেইজে অ্যাডভান্সড ফিল্টারিংয়ের ব্যবস্থা রয়েছে, যেখান থেকে আপনি কাস্টমাইজড সার্চ করতে পারবেন। যেমন:

  • Category
  • Industry
  • Location

যেহেতু এন্ট্রি-লেভেলের জব ক্যান্ডিডেট হিসাবে আপনি অ্যাপ্লাই করার সুযোগ বেশি চান, সেহেতু অ্যাডভান্সড ফিল্টারিং ব্যবহার না করাই ভালো। বরং সময় নিয়ে মানানসই সার্কুলারগুলো বের করুন।

LinkedIn-এর মাধ্যমে আপনি আরো ভালোভাবে জব সার্কুলার খুঁজে পাবেন। এর সুবিধা হলো, একেবারে ইন্টার্নশিপের মতো এন্ট্রি লেভেলের ডিজিটাল মার্কেটিং জব খোঁজার ব্যবস্থা রয়েছে। এমনকি বিদেশি কোম্পানিগুলোর রিমোট জবেও সরাসরি অ্যাপ্লাই করা সম্ভব। ঠিকভাবে সার্কুলার খুঁজতে LinkedIn-এর অ্যাডভান্সড জব ফিল্টারিং কাজে দেবে।

LinkedIn-এ ডিজিটাল মার্কেটিং জব খোঁজার সময় আপনার প্রোফাইল আপডেট করে ফেলুন। প্রোফাইলের মূল সেকশনগুলোর সাথে অন্য কী সেকশন যোগ করবেন, সে সিদ্ধান্ত আপনার। তবে নিশ্চিত করুন যে:

  • প্রোফাইলে প্রফেশনাল হেডলাইন ব্যবহার করেছেন
  • নিজের প্রফেশনাল ছবি আপলোড করেছেন
  • নির্ভুল ভাষায় প্রোফাইল সামারি লিখেছেন
  • Experience ও Education সেকশনে বিস্তারিত তথ্য দিয়েছেন
  • Skills সেকশনে ডিজিটাল মার্কেটিংয়ের স্কিলগুলো যোগ করেছেন

ডিজিটাল মার্কেটিংয়ের চাকরি কীভাবে পাবেন?

  • পত্রপত্রিকা, অনলাইন জব পোর্টাল ও LinkedIn-এ ডিজিটাল মার্কেটিংয়ের জব সার্কুলারগুলোর নিয়ে নিয়মিত ঘাঁটাঘাঁটি করুন।
  • ইমেইলের মাধ্যমে নতুন সার্কুলারের আপডেট পেতে Google Alerts ও LinkedIn-এর Job Alert চালু করুন।
  • LinkedIn-এ অন্যান্য মার্কেটারদের সাথে যত বেশি সম্ভব নেটওয়ার্কিং করুন। তবে তা যেন প্রফেশনালিজমের বাইরে না যায়। যেমন, যত্রতত্র কাউকে জব দেবার জন্য অনুরোধ করবেন না।
  • ডিজিটাল মার্কেটিংয়ের জব সার্কুলারগুলোর নিয়ম অনুযায়ী অ্যাপ্লাই করুন।
  • অ্যাপ্লিকেশনের সময় প্রয়োজনে কাস্টমাইজড সিভি ব্যবহার করুন, যেন জব সার্কুলারে চাওয়া যোগ্যতাগুলোর সাথে আপনার সিভি মিলে যায়।
  • ইন্টারভিউর জন্য নির্বাচিত হলে নিয়োগদাতা প্রতিষ্ঠান ও অ্যাপ্লাই করা জবের ব্যাপারে সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্যগুলো সংগ্রহ করুন।
  • ইন্টারভিউর আগে আপনার ডিজিটাল মার্কেটিং স্কিল, অভিজ্ঞতা ও পোর্টফোলিও নিজেই একবার রিভিউ করে নিন, যেন নিজেকে ভালোভাবে প্রেজেন্ট করতে পারেন।
  • দরকার হলে ইন্টারভিউর আগে পরিচিত কোনো প্রফেশনাল ডিজিটাল মার্কেটারের সাথে কথা বলে নিন।
  • সঠিক সময়ে ইন্টারভিউতে অংশগ্রহণ করুন – সেটা অনলাইনে হোক বা অফলাইনে।
শেয়ার করুন

2 thoughts on “ডিজিটাল মার্কেটিংয়ের চাকরি”

  1. ডিজিটাল মার্কেটিং এর চাকরির ক্ষেত্রে, এই আর্টিকেল থেকে প্রাথমিক ও ভালো ধারণা, মাশাল্লাহ। ধন্যবাদ bohubrihi

    Reply

Leave a Comment