Caveman Syndrome: আধুনিক যুগের জন্য আমরা প্রস্তুত নই

নিরাপদ দূরত্বে না যাওয়া পর্যন্ত কিন্তু আপনি দৌড়াতেই থাকবেন। যখন বুঝবেন বিপদ কেটে গেছে, এক জায়গায় বসে হয়তো দম নিবেন, মনকে শান্ত করতে কিছু সময় নিবেন। এরপর আবার নতুন করে হাঁটা শুরু হবে; খাবার খুঁজতে থাকবেন, এখনও যে পরিবারের জন্য খাবার সংগ্রহ করা হয়নি! জোগাড়ের খাবার নিয়েই রাতে ফিরে যাবেন আপনার গ্রামে।

Continue ReadingCaveman Syndrome: আধুনিক যুগের জন্য আমরা প্রস্তুত নই