ডিজিটাল মার্কেটিং শেখার উপায়

ডিজিটাল মার্কেটিং শেখার জন্য আপনার ভার্সিটি লেভেলের ডিগ্রি থাকার প্রয়োজন নেই। মূলত ৩টি উপায়ে ডিজিটাল মার্কেটিংয়ের কাজ শিখতে পারেন:

  • নিজে নিজে শেখা
  • ট্রেনিং ইন্সটিটিউট থেকে কোর্স করা
  • অনলাইন কোর্স করা

নিজে নিজে ডিজিটাল মার্কেটিং যেভাবে শিখবেন

সময় নিয়ে ধৈর্য ধরে নিজে নিজেই ডিজিটাল মার্কেটিং শেখা সম্ভব। তবে এক্ষেত্রে কয়েকটি চ্যালেঞ্জ পাবেন আপনি। যেমন:

  • কী কী শিখতে হবে, সে সম্পর্কে কোনো ধারণা না থাকা
  • কোনটা আগে বা কোনটা পরে শিখলে সুবিধা হয়, সে ব্যাপারে কনফিউজড হয়ে পড়া
  • কোন ধরনের লার্নিং ম্যাটেরিয়াল থেকে ভালোভাবে শেখা যাবে, তার উপর গাইডেন্স না পাওয়া
  • লার্নিং ম্যাটেরিয়ালগুলো ঠিকভাবে কাজে লাগানোর উপায় জানা না থাকা
  • শেখার সময় কোনো সমস্যায় পড়লে সাপোর্ট না পাওয়া

নিজে নিজে ডিজিটাল মার্কেটিং শেখার আগে একটা লার্নিং ফ্রেমওয়ার্ক ঠিক করে ফেলা জরুরি। এটি আপনার শেখার প্রগ্রেস সম্পর্কে ধারণা দেবে। লার্নিং ফ্রেমওয়ার্ক বানানোর জন্য এ প্রশ্নগুলো বিবেচনা করুন:

  • ডিজিটাল মার্কেটিংয়ের কয়টি ক্যাটাগরি নিয়ে আপনি শিখতে চান?
  • ডিজিটাল মার্কেটিং শেখার জন্য আপনি মোট কত দিন সময় বরাদ্দ রাখবেন? ৩ মাস, ৬ মাস নাকি ১ বছর?
  • ডিজিটাল মার্কেটিংয়ের কোন ক্যাটাগরিতে আপনি কী কী শিখতে চান?
  • ডিজিটাল মার্কেটিংয়ের কয়টি ক্যাটাগরিতে একবারে ফোকাস করবেন?
  • ডিজিটাল মার্কেটিংয়ের কোন ক্যাটাগরিতে কতটুকু সময় দেবেন?
  • কোন ধরনের লার্নিং ম্যাটেরিয়াল ব্যবহার করবেন?
  • লার্নিং ম্যাটেরিয়ালের কোয়ালিটি কীভাবে যাচাই করবেন? 
  • লার্নিং ম্যাটেরিয়ালগুলো কীভাবে জোগাড় করবেন?
  • কোন লার্নিং ম্যাটেরিয়াল থেকে কী শিখছেন, সেটার ট্র্যাকিং কীভাবে করবেন?
  • আপনার শেখার প্রগ্রেস কীভাবে যাচাই করবেন?
  • শিখতে গিয়ে কোনো সমস্যায় পড়লে কার কাছ থেকে গাইডেন্স বা সাপোর্ট নেবেন?

নিজে নিজে ডিজিটাল মার্কেটিং শেখার জন্য:

  • ব্লগ পড়ুন।
  • YouTube ভিডিও দেখুন।
  • সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের ফলো করুন।
  • ফ্রি ওয়েবিনার করুন।
  • অনলাইন ফোরাম ভিজিট করুন।
  • নিজের সোশ্যাল মিডিয়া প্রোফাইল থেকে প্র্যাকটিস করুন।
  • নিজের ওয়েবসাইট বানিয়ে প্র্যাকটিস করুন।

ব্লগ পড়ুন

ডিজিটাল মার্কেটিংয়ের উপর ইন্টারনেটে অসংখ্য ব্লগ ও ওয়েবসাইট রয়েছে। এগুলোতে দরকারি প্রায় সব ধরনের তথ্য পাবেন।

কন্টেন্ট ক্যাটাগরিব্লগ/ওয়েবসাইট
মার্কেটিং (সব ক্যাটাগরি)HubSpot BlogDigital Marketing Institute Blog
সোশ্যাল মিডিয়া মার্কেটিংBuffer BlogHootsuite Blog
সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনSearch Engine JournalGoogle Search Central Blog
কন্টেন্ট মার্কেটিংContent Marketing Institute Blog
ইমেইল মার্কেটিংMailChimp ResourcesAWeber Blog

এখানে একটা ব্যাপার বলা দরকার। ডিজিটাল মার্কেটিংয়ে এত দ্রুত আপডেট আসে যে, ব্লগ পোস্টের মাধ্যমেই সে আপডেটগুলো সহজে ও তাড়াতাড়ি জানানো সম্ভব। তাই ইন্টারনেটে এমন লার্নিং ম্যাটেরিয়ালই বেশি পাবেন। আপনার যদি পড়ার ধৈর্য কম থাকে, তাহলে আপডেটেড থাকা চ্যালেঞ্জিং হয়ে যাবে।

YouTube ভিডিও দেখুন

ডিজিটাল মার্কেটিংয়ের বেসিকস জানার জন্য YouTube-এ প্রচুর ভিডিও পাবেন বাংলা ও ইংরেজিতে। তবে যত্রতত্র ভিডিও না দেখে আগে ঠিক করুন কোন বিষয়গুলো নিয়ে আপনি জানতে চান। সে অনুযায়ী সার্চ করে ভিডিও বাছাই করুন।

YouTube-এর সুবিধা হলো, আপনি যে ভিডিও দেখছেন, সে ভিডিওর মতো আরো ভিডিও সাজেস্ট করবে প্ল্যাটফর্মটি।

সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের ফলো করুন

ইনফ্লুয়েন্সার বলতে এখানে কোনো ফেসবুক বা TikTok সেলিব্রিটি বোঝানো হচ্ছে না। বরং সোশ্যাল মিডিয়াতে মার্কেটিং নিয়ে পরামর্শ আর অভিজ্ঞতা শেয়ার করেন, এমন পার্সোনালিটি আর ব্র্যান্ডের কথা বলা হচ্ছে।

সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার খুঁজে পাবার একটা ভালো জায়গা হলো লিংকডইন। সার্চ বারে হ্যাশট্যাগ দিয়ে সার্চ করলে ট্রেন্ডিং পোস্টগুলো দেখতে পাবেন। সেখান থেকেই পছন্দের ইনফ্লুয়েন্সারকে ফলো করতে পারবেন।

লিংকডইনে অবশ্য বারবার হ্যাশট্যাগ দিয়ে সার্চ করার দরকার নেই। হ্যাশট্যাগ ফলো করলেই আপনার ফিডে ট্রেন্ডিং পোস্টগুলো চলে আসবে।

ফ্রি ওয়েবিনার করুন

ডিজিটাল মার্কেটিংয়ের ওয়েবিনারগুলোতে প্রফেশনাল এক্সপার্টদের কাছ থেকে সরাসরি আপনার প্রশ্নের উত্তর জানার সুযোগ থাকে। তাই সম্ভব হলে ফ্রি ওয়েবিনারে অংশ নিন। তবে রেজিস্ট্রেশনের আগে নিশ্চিত হয়ে নিন ওয়েবিনারে মূলত কী নিয়ে আলোচনা করা হবে। কারণ টপিক অ্যাডভান্সড লেভেলের হলে আপনার না বোঝার সম্ভাবনা বেশি।

অনলাইন ফোরাম ভিজিট করুন

ডিজিটাল মার্কেটিং করার সময় কোনো সমস্যায় পড়লে বা কোনো কিছু জানার দরকার হলে অনলাইন ফোরামগুলোতে প্রশ্ন করেন অনেকে। প্রায় সময় অন্যান্য মার্কেটাররা কমেন্ট করে সমাধান জানিয়ে দেন। আপনিও এ ধরনের অনলাইন ফোরাম থেকে সাপোর্ট নিতে পারেন।

যেসব জায়গায় ডিজিটাল মার্কেটিং নিয়ে দেশ-বিদেশের বহু প্রফেশনালের সাথে কথাবার্তা বলার সুযোগ পাবেন, সেগুলোর মধ্যে রয়েছে:

  • LinkedIn গ্রুপ
  • Facebook গ্রুপ 
  • Reddit কমিউনিটি
  • Quora গ্রুপ

Slack, Discord-এর মতো প্ল্যাটফর্মগুলোতেও মার্কেটিংয়ের অনলাইন কমিউনিটি চালায় অনেকে। তবে এসব কমিউনিটি সাধারণত প্রাইভেট হয়।

নিজের সোশ্যাল মিডিয়া প্রোফাইল থেকে প্র্যাকটিস করুন

নিজে নিজে সোশ্যাল মিডিয়া মার্কেটিং শেখার জন্য আপনার প্রোফাইল থেকেই নিয়মিত পোস্ট করতে পারেন। তবে ব্যক্তিগত প্রোফাইলের চেয়ে ব্র্যান্ড পেইজ বা এ ধরনের বিজনেস ফিচার ব্যবহার করা বেশি সুবিধাজনক। এতে করে সোশ্যাল মিডিয়া টুলস যেমন তাড়াতাড়ি শিখতে পারবেন, তেমনি অ্যানালিটিক্স সম্পর্কেও প্র্যাকটিক্যাল ধারণা পাবেন।

নিজের ওয়েবসাইট বানিয়ে প্র্যাকটিস করুন

এসইও নিয়ে কাজ করতে চাইলে বা নিজের ওয়েবসাইট থেকে ইনকাম করার জন্য সবচেয়ে ভালো উপায় হলো পার্সোনাল ওয়েবসাইট বানিয়ে প্র্যাকটিস চালানো। এর মাধ্যমে ওয়েবসাইট ডিজাইন ও কন্টেন্ট ম্যানেজমেন্ট নিয়ে যেমন প্র্যাকটিক্যাল স্কিল আয়ত্ত করতে পারবেন, তেমনি পোর্টফোলিও হিসাবে আপনার ওয়েবসাইটকে ব্যবহার করতে পারবেন।

ট্রেনিং ইন্সটিটিউট থেকে যেভাবে ডিজিটাল মার্কেটিং শিখবেন

ডিজিটাল মার্কেটিংয়ের উপর এখন বহু ইন্সটিটিউট ট্রেনিং দিয়ে থাকে। এগুলোতে ট্রেনিং নেবার সুবিধা হলো, লার্নিং ম্যাটেরিয়ালগুলো এক জায়গায় পেয়ে যাবেন। তবে কোনো ট্রেনিং ইন্সটিটিউটে ভর্তি হবার আগে কয়েকটি বিষয় খেয়ালে রাখুন:

  • কোর্স বা ট্রেনিংয়ের ফি কত?
  • কোর্স বা ট্রেনিংয়ে কী ধরনের কন্টেন্ট দিয়ে শেখানো হবে?
  • কোর্স বা ট্রেনিংয়ের সময় বা শেষে পরীক্ষা নেয়া হবে কি না?
  • কোর্স বা ট্রেনিংয়ে কেমন সময় দিতে হবে?
  • কোর্স বা ট্রেনিংয়ের মেয়াদ কত দিনের?
  • কোর্স বা ট্রেনিংয়ের পর সার্টিফিকেট দেয়া হবে কি না?
  • কোর্স বা ট্রেনিং থেকে কী কী সাপোর্ট দেয়া হবে?
  • কোর্স বা ট্রেনিং নিয়ে পুরানো স্টুডেন্টদের মতামত কী?
  • ট্রেনিং ইন্সটিটিউটে যাওয়া-আসা করতে আপনার কেমন সময় বা খরচ লাগবে?

অনলাইন কোর্স করে যেভাবে ডিজিটাল মার্কেটিং শিখবেন

ডিজিটাল মার্কেটিং নিয়ে অনলাইন কোর্স করার সবচেয়ে বড় সুবিধা হলো, শুধু ইন্টারনেট কানেকশন থাকলে যেকোনো জায়গা থেকে দেশি-বিদেশি প্ল্যাটফর্মে ডিজিটাল মার্কেটিং শেখা সম্ভব। আবার যাতায়াতের জন্য আলাদা সময় বা খরচের দরকার হয় না।

অনলাইনে ডিজিটাল মার্কেটিং কোর্স করার সিদ্ধান্ত নেবার সময় নিচের ফ্যাক্টরগুলো বিবেচনা করুন:

  • কোর্স করার সুবিধা
  • কোর্স ফি
  • কোর্সের লার্নিং ম্যাটেরিয়ালের ফরম্যাট
  • কোর্সের ভাষা
  • কোর্সের মেয়াদ
  • কোর্স অ্যাসাইনমেন্টের ধরন
  • কোর্স চলাকালীন ও কোর্স-পরবর্তী সাপোর্ট
  • কোর্সের সার্টিফিকেট
  • কোর্স ও প্ল্যাটফর্ম নিয়ে কাস্টমারদের রিভিউ

ডিজিটাল মার্কেটিংয়ে অনলাইন কোর্স করা মানেই যে টাকা খরচ করতে হবে, তা কিন্তু নয়। ফ্রিতে ডিজিটাল মার্কেটিংয়ের বেসিকস শেখার জন্য বেশ কয়েকটি অপশন রয়েছে আপনার জন্য। যেমন:

কোর্সকোর্সের ভাষা
Google Digital Garage-এর ‘Fundamentals of Digital Marketing’ কোর্সইংরেজি
Google Analytics Academy-এর কোর্সইংরেজি
Meta Blueprint কোর্সইংরেজি
HubSpot Academy-এর কোর্সইংরেজি
Ahrefs Academy-এর কোর্সইংরেজি
Semrush Academy-এর মার্কেটিং কোর্সইংরেজি
বহুব্রীহির ডিজিটাল মার্কেটিং বেসিকস ফ্রি কোর্সবাংলা
শেয়ার করুন

Leave a Comment