বহুব্রীহি কোর্স রিভিউ কনটেস্ট ২০২১

পছন্দের বই, মুভি বা প্রোডাক্টের রিভিউ তো আমরা প্রায়ই করি, এবার চলুন কোর্সের রিভিউ করার চেষ্টা করে দেখি!

বহুব্রীহির শিক্ষার্থীদের জন্য আমরা একটি রিভিউ কনটেস্ট আয়োজন করছি, যেটি চলবে মে এর ৩ তারিখ পর্যন্ত। এই কনটেস্টের বিজয়ীদের জন্য থাকছে ব্র্যান্ডেড ট্যাবলেট, হেডফোন, প্রিমিয়াম কোর্সের ফ্রি এক্সেসসহ বেশ অনেকগুলো সুযোগ সুবিধা! (পুরস্কারের বিস্তারিত বর্ণনা আছে এই আর্টিকেলের একদম নিচে)

কনটেস্ট যেহেতু শুরু হয়ে গিয়েছে, তাই দেরি না করে আজকেই অংশগ্রহণ করুন।

কেন এই কনটেস্ট?

আমরা জানি বহুব্রীহির শিক্ষার্থীরা বেশ সচেতন, স্মার্ট ও প্রো-অ্যাকটিভ। তাই তারা যখন একটি কোর্স নিয়ে কথা বলবে, সেই কোর্সের শিক্ষাগুলো সবার সাথে শেয়ার করবে, কোর্সের টপিকগুলোর গুরুত্ব সম্পর্কে আলোচনা করবে – তখন সেটি আরও অসংখ্য মানুষের জন্য হেল্পফুল হবে বলে আমরা মনে করি। এই আলোচনায় সবাইকে উদ্বুদ্ধ করতেই এই কনটেস্ট!

রিভিউ কনটেস্টে অংশ নিবেন যেভাবেঃ

ধাপ ১ঃ   যত্ন নিয়ে একটি পূর্ণাঙ্গ ও গঠনমূলক রিভিউ লিখে ফেলুন। রিভিউতে কি কি বিষয়ে আলোচনা করবেন তার ধরাবাধা কোনো নিয়ম বেধে দিতে চাচ্ছি না আমরা; আপনাকে ক্রিয়েটিভ হওয়ার সুযোগ করে দিচ্ছি!

ধাপ ২ঃ   রিভিউ লেখা শেষ? এই রিভিউ এবার তিনটি জায়গায় পোস্ট করুন:

        1. বহুব্রীহির ফেসবুক পেইজের ‘Reviews’ সেকশনেঃ https://www.facebook.com/bohubrihidotcom/reviews/
        2. বহুব্রীহির ফেইসবুক গ্রুপেঃ https://www.facebook.com/groups/bohubrihidotcom 
        3. আপনার ফেসবুক অথবা লিংকডইন প্রোফাইলের টাইমলাইনে। নিজের টাইমলাইনে পোস্ট করতে না চাইলে রিলেভেন্ট কোনো জনপ্রিয় গ্রুপে (১০,০০০+ সদস্যের) পোস্ট করতে হবে।

ধাপ ৩ঃ  তিন জায়গায় পোস্ট করার পর, প্রতিটি পোস্টের স্ক্রিনশট নিয়ে আমাদের ফেসবুক পেইজে মেসেজ করুন। মেসেজে ৩টি স্ক্রিনশটের সাথে আপনার ইমেইল এড্রেসটি অথবা মোবাইল নম্বরটিও দিয়ে রাখুন, যাতে আপনি বিজয়ী হলে আমরা যোগাযোগ করতে পারি।

অবশ্যই এই শর্তগুলো মেনে রিভিউ পোস্ট করতে হবেঃ

    • উপরে উল্লেখিত ৩টি জায়গায়ই রিভিউ পোস্ট করতে হবে, অন্যথায় বিজয়ী হওয়ার সুযোগ নেই
    • রিভিউ পোস্ট করার সময় #BohubrihiReview  হ্যাশট্যাগ ইউজ করতে হবে:
    • পোস্টগুলোর প্রাইভেসি “Public” করে রাখতে হবে সব সময় (নিজের ফেসবুক পেইজে পোস্ট করলে খেয়াল রাখতে হবে, আপনার প্রোফাইল যেন লক করা না থাকে)
    • নিজের প্রোফাইলে পোস্ট করার সময় বহুব্রীহির ফেইসবুক পেইজ বা লিংকডইন পেইজকে মেনশন করতে হবে

রিভিউ লেখার ক্ষেত্রেঃ

    • আপনি চাইলে বহুব্রীহির নির্দিষ্ট এক বা একাধিক কোর্স নিয়ে রিভিউ লিখতে পারেন, অথবা লার্নিং প্ল্যাটফর্ম হিসেবে ওভারল বহুব্রীহি নিয়েও রিভিউ লিখতে পারেন।
    • নির্দিষ্ট এক বা একাধিক কোর্স নিয়ে রিভিউ লেখার সময় সেই কোর্সগুলোর নাম মেনশন করুন। আর ওভারল বহুব্রীহি নিয়ে রিভিউ লেখার ক্ষেত্রে আপনি বহুব্রীহির কোন কোন কোর্স করেছেন/করছেন তা উল্লেখ করুন।
    • রিভিউ এর কোনো word limit নেই, তবে মিনিমাম ২০০ শব্দের হলে ভাল হয়।
    • বাংলা বা ইংরেজি যেকোন ভাষায় রিভিউ লেখা যাবে।
    • ফ্রি কোর্স, প্রিমিয়াম কোর্স কিংবা ক্যারিয়ার ট্র্যাক – যেকোন ধরনের কোর্স নিয়েই রিভিউ লেখা যাবে।
    • আপনি চাইলে রিভিউ এর সাথে বহুব্রীহি থেকে অর্জিত কোনো সার্টিফিকেটের ছবি পোস্ট করতে পারেন, যদি থাকে! 😀 

বিজয়ী ২০ জনের জন্য যা যা পুরস্কার থাকছেঃ

১ম পুরস্কার (১ জন) 

    • Huawei 8 Inch Tablet
    • ১০,০০০ টাকার কোর্স কুপন
    • সার্টিফিকেট

২য় পুরস্কার (৩ জন)

    • ব্র্যান্ডেড A4 Tech হেডফোন
    • জনপ্রতি ৮০০০ টাকার কোর্স কুপন
    • সার্টিফিকেট

৩য় পুরস্কার (৬ জন)

    • জনপ্রতি ৫০০০ টাকার কোর্স কুপন
    • সার্টিফিকেট

৪র্থ পুরস্কার (১০জন)

    • জনপ্রতি ২০০০ টাকার কোর্স কুপন
    • সার্টিফিকেট

অন্যান্য আকর্ষণীয় সুযোগ-সুবিধাঃ

  1. ভাল রিভিউগুলোর প্রায় সবই আমাদের সোশ্যাল মিডিয়া, ব্লগ ও ওয়েবসাইটে ফিচার করা হবে। 
  2. বাছাইকৃত কয়েকটি Impact Story / Success Story নিয়ে আমরা ভিডিও ফিল্ম তৈরি করবো। এই ফিল্মগুলোর মাধ্যমে আমাদের শিক্ষার্থীদের সফলতার গল্প সবার সামনে তুলে ধরা হবে।

আজকেই কনটেস্ট অংশ নিন!

কনটেস্টের বিজয়ী নির্ধারণের সময় Tie-Breaking সিচুয়েশন চলে আসলে যিনি আগে রিভিউ পোস্ট করবেন তাকে অগ্রাধিকার দেয়া হবে। কাজেই দেরি না করে আজকেই পার্টিসিপেট করুন!

কনটেস্ট সম্পর্কিত যেকোনো প্রশ্ন, কনফিউশন বা সমস্যায় নির্দ্বিধায় আমাদের সাথে যোগাযোগ করুন, নিচের যেকোন উপায়ে:

 

এই কনটেস্টের সাথে সম্পর্কিত যেকোন ব্যাপারে বহুব্রীহি-র সিদ্ধান্তই চুড়ান্ত বলে বিবেচিত হবে।

শেয়ার করুন

10 thoughts on “বহুব্রীহি কোর্স রিভিউ কনটেস্ট ২০২১”

  1. #BohubrihiReview

    আমি ক্লাস ফোরে পড়ি। Bohubrihi থেকে একটি Course  
    করেছি। আমি আমার পড়ালেখার কথা প্রথমে উল্লেখ্য করেছি কারন আমি বুঝাতে চেয়েছি যে Bohubrihi এতো সহজ ও সাবলিল ধারাবাহিক ভাবে প্রতিটি  course ডিজাইন করা যে, সবাই করতে পারবে। বর্তমান যুগ হলো ডিজিটাল যুগ। প্রযুক্তির সাথে চলতে না পারলে পিছিয়ে পড়া ছাড়া অন্য উপায় থাকবে না।
    আমি Recommend করি যারা বিভিন্ন course করার কথা ভাবছেন তারা চোখ বন্ধ করে Bohubrihi কে Choice করতে পারেন।

    Reply
  2. বাংলা ভাষায় আমার সেরা লার্নিং ফ্ল্যাটফর্ম বহুব্রীহি।

    Reply
  3. #BohubrihiReview
    আমি গত ডিসেম্বারে ইউটিউব ভিডিও মার্কেটিং কোর্সটি স্টার্ট করি। সম্পূর্ণ কোর্সটি শেষ করি ২০২১ সালের ১৪ ই ফেব্রুয়ারী তে.আমি অবস্যই ফিভার কাজ করি। কোর্স শেষ করে আমি আমার ফিভার একাউন্ট এ ইউটিউব গিগ ক্রিয়েট করি. আমার আগের গিগ এর কিছু এডিট করি এবং অনেক অর্ডার পাই, বিশেষ করে, এই কোর্স করার পর, ৫ ডলার এর কাজে আমার ক্লায়েন্ট টিপস দেই ২৫ ডলার। এই একই ক্লায়েন্ট ৫ ডলার এর কাজে আমাকে ২৫ ডলার টিপস দেই। কোর্স সম্পর্কে আমার আর কিছুই বলার নাই কিন্তু তবুও বলবে একটা অসাধারণ কোর্স । একবারে ব্যাসিক থেকে অ্যাডভান্সড লেভেলের কোর্স।যদিও কোর্সটি সম্পূর্ণ ফ্রি কিন্তু কোনো কিছুর কমতি নেই। আমি ফেইসবুক দেখি অনেকেই শিখার প্রবল আগ্রহ আছে,কিন্তু টাকার জন্য কোর্স করতে পারছে না,তাদেরকে বলবে, আপনারা চাইলে এই বাহুব্রীহির একমাত্র অনলাইন বেসড লার্নিং এন্ড আর্নিং প্লাটফর্ম এ কাজ শিখে নিজেকে দক্ষ করতে পারেন।আমি কোর্স করার পর যে কাজ গুলা করছি বা টিপস পেয়েছি , সে গুলার প্রুফ আমি নিচে দিয়ে দিলাম।
    https://prnt.sc/123mbs6

    https://prnt.sc/123mcem
    https://prnt.sc/123md1z
    Course: https://prnt.sc/123mhhz

    Reply
  4. বহুব্রীহি প্রতিটি কোর্স এত সহজে ভাবে তৈরি করে যে একদম নরমাল স্টুডেন্টস ও সহজ ভাবে কোর্স এর কনটেন্ট সহজে বুজতে পারে.যেমন আমি নিজেও ফ্রি কোর্স ওয়েব ডেভেলপমেন্ট এন্ড ম স এক্সেল কোর্স গুলো সহজেই বুঝতে পারছি ।আমি আশা করি প্রতিটি স্টুডেন্টস এ বহুব্রীহির কোর্স করে উপকৃত হবে । যদি কেউ কোর্স করতে চাও তাহলে বহুব্রীহির কোর্স গুলাই আপনার জন্য সব থেকে ভালো হবে ।কারণ আমি আগেই বলসি কোর্স গুলো একদম সহজ ভাবে তৈরি করে ।তাছাড়া বহুব্রীহির প্রতিটি কোর্স জিরো লেভেল থেকে হাই লেভেল পর্যন্ত নিয়ে যাবে আপনাকে ।
    সো দেরি না করে বহুব্রীহি ওয়েবসাইট এ অনেক গুলা ফ্রি কোর্স আসে সেগুলা কনটেন্ট গুলা দেখেই বুঝতে পারবেন
    তাছাড়া বহুব্রীহি ফেইসবুক পেজ এবং বহুব্রীহি ওয়েবসাইট এ কোর্স সম্পর্কে ব্লগ আসে যা থেকে অনেক উপকৃত হবে

    Reply
  5. আপনাদের কোস অনেক ভালো হয়, অনেক কিছু শিখতে পেরেছি আপনাদের কাজ থেকে।

    Reply

Leave a Comment