নভেম্বর মাসের Digital Marketing স্কলারশিপ টেস্টের ফলাফল জানানোর জন্য এ পোস্ট। এবারের পরীক্ষায় যারা স্কলারশিপ অর্জন করেছেন, তারা বহুব্রীহির ডিজিটাল মার্কেটিং ক্যারিয়ার ট্র্যাকে সাশ্রয়ীভাবে ভর্তি হতে পারবেন।
- স্কলারশিপ বিজয়ীদের তালিকায় ২১১ জন বিজয়ীর নাম ও আংশিক ফোন নাম্বার দেয়া আছে, বহুব্রীহির প্রোফাইল অনুযায়ী। যদি এখানে কারো নামে ভুল থাকে, সেক্ষেত্রে দুশ্চিন্তার কারণ নেই।
- প্রয়োজনে তালিকার সাথে সংযুক্ত সার্চ অপশনে নাম লিখে (বহুব্রীহির প্রোফাইলে যে ইউজার নেম দেয়া আছে) খুঁজতে পারেন।
- বিজয়ীরা আজকেই (২১নভেম্বর) SMS ও ইমেইল পেয়ে যাবেন, স্কলারশিপের প্রোমো কোডসহ। ইমেইলে ডিটেইলস থাকবে। তাই স্কলারশিপ টেস্ট দেবার জন্য যে ইমেইল ইউজ করেছিলেন, সে ইমেইল চেক করার অনুরোধ থাকলো।
- বিজয়ী হয়ে থাকলে আপনার অর্জনকে সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে সেলিব্রেট করুন!
- যেহেতু Digital Marketing ক্যারিয়ার ট্র্যাকের নভেম্বর ব্যাচের রেজিস্ট্রেশন ইতোমধ্যে শুরু হয়ে গেছে, সেহেতু বিজয়ীরা প্রোমো কোড পাবার সাথে সাথেই স্কলারশিপ ক্লেইম করতে পারবেন।