Digital Marketing স্কলারশিপ বিজয়ীদের তালিকা [নভেম্বর ২০২৩]

নভেম্বর মাসের Digital Marketing স্কলারশিপ টেস্টের ফলাফল জানানোর জন্য এ পোস্ট। এবারের পরীক্ষায় যারা স্কলারশিপ অর্জন করেছেন, তারা বহুব্রীহির ডিজিটাল মার্কেটিং ক্যারিয়ার ট্র্যাকে সাশ্রয়ীভাবে ভর্তি হতে পারবেন।

  • স্কলারশিপ বিজয়ীদের তালিকায় ২১১ জন বিজয়ীর নাম ও আংশিক ফোন নাম্বার দেয়া আছে, বহুব্রীহির প্রোফাইল অনুযায়ী। যদি এখানে কারো নামে ভুল থাকে, সেক্ষেত্রে দুশ্চিন্তার কারণ নেই।
  • প্রয়োজনে তালিকার সাথে সংযুক্ত সার্চ অপশনে নাম লিখে (বহুব্রীহির প্রোফাইলে যে ইউজার নেম দেয়া আছে) খুঁজতে পারেন।
  • বিজয়ীরা আজকেই (২১নভেম্বর) SMS ও ইমেইল পেয়ে যাবেন, স্কলারশিপের প্রোমো কোডসহ। ইমেইলে ডিটেইলস থাকবে। তাই স্কলারশিপ টেস্ট দেবার জন্য যে ইমেইল ইউজ করেছিলেন, সে ইমেইল চেক করার অনুরোধ থাকলো।
  • বিজয়ী হয়ে থাকলে আপনার অর্জনকে সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে সেলিব্রেট করুন!
  • যেহেতু Digital Marketing ক্যারিয়ার ট্র্যাকের নভেম্বর ব্যাচের রেজিস্ট্রেশন ইতোমধ্যে শুরু হয়ে গেছে, সেহেতু বিজয়ীরা প্রোমো কোড পাবার সাথে সাথেই স্কলারশিপ ক্লেইম করতে পারবেন।

নভেম্বর ব্যাচের স্কলারশিপ বিজয়ীরা

৩০ নভেম্বর পর্যন্ত ক্যারিয়ার ট্র্যাকের রেজিস্ট্রেশন

৩০ নভেম্বর পর্যন্ত Digital Marketing ক্যারিয়ার ট্র্যাকের নতুন ব্যাচের রেজিস্ট্রেশন চলবে। তাই যত দ্রুত সম্ভব, ক্যারিয়ার ট্র্যাকে এনরোল করে ফেলুন।

ক্যারিয়ার ট্র্যাকে এনরোল করতে
শেয়ার করুন

Leave a Comment