You are currently viewing গ্রাফিক ডিজাইনে ক্যারিয়ার

গ্রাফিক ডিজাইনে ক্যারিয়ার

আপনি যদি আঁকাআঁকি পছন্দ করেন, তাহলে গ্রাফিক ডিজাইনে ক্যারিয়ার গড়ার কথা একবার হলেও হয়তো ভেবেছেন। ক্রিয়েটিভ এ ফিল্ডে কাজের সুযোগ অন্য যেকোনো সময়ের তুলনায় এখন বেশি।

গ্রাফিক ডিজাইনকে ক্যারিয়ার হিসাবে নিতে প্রয়োজনীয় কিছু তথ্য জেনে নিন আজ।

গ্রাফিক ডিজাইন কী?

গ্রাফিক ডিজাইন হচ্ছে কোনো বিষয় বা ধারণাকে একটি নির্দিষ্ট প্রক্রিয়া অনুযায়ী ভিজ্যুয়াল কন্টেন্টের মাধ্যমে ফুটিয়ে তোলা।

গ্রাফিক ডিজাইনার হতে কী যোগ্যতা থাকা দরকার?

গ্রাফিক ডিজাইনে সাধারণত প্রাতিষ্ঠানিক শিক্ষার চেয়ে কাজের মানের উপর জোর দেয়া হয়। তবে আপনি চাইলে নিচের বিষয়গুলোর উপর ডিগ্রি নিতে পারেনঃ

  • ফাইন আর্টস
  • মিডিয়া স্টাডিজ

আবার শুধু গ্রাফিক ডিজাইনের উপর দেশের বহু প্রশিক্ষণ ইন্সটিটিউটে ডিপ্লোমা ও সার্টিফিকেট কোর্স করার ব্যবস্থা রয়েছে।

প্রাতিষ্ঠানিক ডিগ্রি থাকুক বা না থাকুক, আপনার কাজের পোর্টফোলিও থাকা খুব গুরুত্বপূর্ণ।

গ্রাফিক ডিজাইনার হতে কী কী স্কিল দরকার?

আপনি যদি গ্রাফিক ডিজাইনার হিসাবে ক্যারিয়ার গড়ার সিদ্ধান্ত নেন, তাহলে সবার আগে আপনার দরকার হবেঃ

  • যেকোনো ধারণাকে ডিজাইনের মাধ্যমে পরিষ্কারভাবে ফুটিয়ে তোলার দক্ষতা
  • সূক্ষ্ম বিষয়ে মনোযোগ দেবার ক্ষমতা
  • একই সময়ে বিভিন্ন ধরনের ডিজাইনের উপর কাজ করতে পারা
  • প্রতিনিয়ত শিখতে পারার মানসিকতা ও ধৈর্য

ডিজাইন সম্পর্কিত বিভিন্ন বিষয়ের উপর আপনার কিছুটা হলেও তাত্ত্বিক ধারণা থাকা জরুরি। যেমনঃ

  • কালার থিওরি ও কালার প্যালেট
  • টাইপোগ্রাফি

ডিজাইনের সফটওয়্যারে আপনাকে অবশ্যই স্কিল বাড়িয়ে নিতে হবে। জনপ্রিয় কয়েকটি টুলের মধ্যে রয়েছেঃ

গ্রাফিক ডিজাইনারের কাজ কী?

  • আপনার ক্লায়েন্ট বা প্রতিষ্ঠান ঠিক কোন ধরনের ডিজাইন চাইছেন, সে ব্যাপারে সম্পর্কে পরিষ্কার ধারণা নেয়া
  • ডিজাইনের প্রাথমিক লেআউট বানানো
  • প্রজেক্টের জন্য গ্রাফিক্স বা ডিজিটাল ফটোগ্রাফি ডিজাইন করা
  • ক্লায়েন্ট বা প্রতিষ্ঠানের কাছে প্রাথমিক ডিজাইন উপস্থাপন করা
  • ক্লায়েন্ট বা প্রতিষ্ঠানের ফিডব্যাক অনুযায়ী ডিজাইন এডিট করা
  • কাজ শেষ হবার পর ক্লায়েন্ট বা প্রতিষ্ঠানের কাছে মূল ডিজাইন জমা দেয়া

ঠিক কোন ধরনের প্রজেক্ট নিয়ে আপনাকে কাজ করতে হবে, সেটা নির্ভর করবে আপনার প্রতিষ্ঠান বা ক্লায়েন্টের উপর। যেমনঃ

  • লোগো
  • ভিজিটিং কার্ড
  • স্টেশনারি (উদাহরণঃ নোটবুক)
  • ব্রোশার ও লিফলেট
  • মেমো বা ভাউচার
  • প্রোডাক্ট প্যাকেজিং
  • বই, অ্যালবাম আর ম্যাগাজিনের কাভার
  • সাইনবোর্ড, বিলবোর্ড ও ব্যানার
  • প্রিন্ট অ্যাডভার্টাইজমেন্টের ভিজ্যুয়াল
  • ওয়েবসাইটে ব্যবহারের জন্য আইকন ও অন্যান্য ছবি
  • সোশ্যাল মিডিয়াতে ব্যবহারের জন্য গ্রাফিকস
  • অনলাইন অ্যাডের জন্য গ্রাফিকস

গ্রাফিক ডিজাইনে চাকরির বাজার ও আয়ের সুযোগ

একজন গ্রাফিক ডিজাইনার হিসাবে যেকোনো ইন্ডাস্ট্রির যেকোনো প্রতিষ্ঠানে কাজ করার সুযোগ রয়েছে আপনার জন্য। তবে সাধারণত কয়েক ধরনের প্রতিষ্ঠানে এ কাজের চাহিদা বেশি। যেমনঃ

  • মার্কেটিং ও অ্যাডভার্টাইজিং এজেন্সি
  • মাল্টিমিডিয়া প্রোডাকশন কোম্পানি
  • টেলিভিশন ও ব্রডক্যাস্টিং কোম্পানি
  • প্রিন্টিং হাউস
  • প্রকাশনী সংস্থা

এন্ট্রি লেভেলে সাধারণত মাসিক বেতন ৳১০,০০০ – ৳১৫,০০০ হয়ে থাকে। বড় এজেন্সিগুলোতে সিনিয়র কোনো গ্রাফিক ডিজাইনারের সাথে আপনাকে ১ – ২ বছর কাজ করতে হতে পারে। ক্যারিয়ারের সর্বোচ্চ পর্যায়ে ক্রিয়েটিভ ডিরেক্টর হতে পারবেন। সেক্ষেত্রে বেতন লক্ষ টাকার উপরে হবে। অবশ্য এর জন্য ১০ – ১৫ বছরের অভিজ্ঞতা দরকার হয়।

আপনি চাইলে ওয়েব ডিজাইনের কাজ শিখে ইউজার এক্সপেরিয়েন্স (UX) বা ইউজার ইন্টারফেস (UI) ডিজাইনার হিসাবেও কাজ করার সুযোগ বানিয়ে নিতে পারেন। এক্ষেত্রে আয় তুলনামূলকভাবে বেশি।

গ্রাফিক ডিজাইনে ফ্রিল্যান্সিং ও আয়ের সুযোগ

আপনি যদি অধিকাংশ সময় নিজে নিজে কাজ করা পছন্দ করেন, তাহলে গ্রাফিক ডিজাইনে ফ্রিল্যান্সিং করার কথা বিবেচনা করতে পারেন। এক্ষেত্রে কাজ বাছাই করার স্বাধীনতা পাবেন।

ফ্রিল্যান্সিংয়ে আয়ের পরিমাণ নির্দিষ্ট নয়। বিশেষ করে শুরুর দিকে কাজ পাওয়া কঠিন হয় বলে অনেকে কম পারিশ্রমিকে কাজ নেন। আপনার জন্য পরামর্শ হলো, ফ্রিল্যান্সিং ওয়েবসাইটগুলোতে অ্যাকাউন্ট খোলার আগেই ভালোভাবে কাজ শিখুন আর পোর্টফোলিও বানিয়ে নিন। তাহলে কাজ পাওয়া যেমন তুলনামূলকভাবে সহজ হবে, তেমনি ভালো পরিমাণ পারিশ্রমিকও দাবি করতে পারবেন।

গ্রাফিক ডিজাইন ক্যারিয়ার নিয়ে আপনি কী ভাবছেন?

প্রতিযোগিতামূলক এ ফিল্ডে নিজেকে আলাদাভাবে উপস্থাপন করার বিকল্প নেই। কিন্তু ভালো স্কিল আর পোর্টফোলিও থাকলে আপনি খুব চমৎকার একটি ক্যারিয়ার বানাতে পারবেন গ্রাফিক ডিজাইনের উপর। কীভাবে কী করবেন? সিদ্ধান্তটা আপনার উপর!

গ্রাফিক ডিজাইন কোর্সের আপডেট ইমেইলে পেতে চান?

আগামী মাসে বহুব্রীহিতে আমরা নিয়ে আসছি ‘Graphic Design Fundamentals’ নামের একটি কোর্স। কোর্সটি রিলিজড হবার পর যাবতীয় তথ্য ইমেইলের মাধ্যমে পেতে চাইলে নিচের ফর্মটি পূরণ করে জমা দিন।

Bohubrihi
Follow us
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
2 Comments
most voted
newest oldest
Inline Feedbacks
View all comments
Shah Md. Sultan
Shah Md. Sultan
May 3, 2021 3:33 pm

কালার থিওরি ও কালার প্যালেট সম্পর্কে ধারণা নিয়ে একটা ব্লগ পোস্ট করলে ভালো হয়।

Zannatus Sultana
Zannatus Sultana
June 13, 2021 12:46 am

Assalamualikum, via
I am Zannat and interested for graphics designing learning course. So please share about your course. Thank you