নিজের ব্যবসায় ডিজিটাল মার্কেটিং করার সুবিধা কী কী?
নিজের ব্যবসায় ডিজিটাল মার্কেটিং করলে আপনি যেসব সুবিধা পাবেন, সেগুলোর মধ্যে রয়েছে:
- ডিজিটাল মার্কেটিং স্ট্রাটেজি বানানোর সুবিধা
- ডিজিটাল মার্কেটিং বাজেট নিয়ন্ত্রণের সুবিধা
- ব্র্যান্ডকে ঠিকভাবে প্রেজেন্ট করার স্বাধীনতা
- ডিজিটাল মার্কেটিং টিম নিয়োগের সুবিধা
ডিজিটাল মার্কেটিং স্ট্রাটেজি বানানোর সুবিধা: কাস্টমারদের সাথে আপনাকেই হয়তো সবচেয়ে বেশি ইন্টারঅ্যাকশন করতে হয়। ফলে প্রোডাক্ট বা সার্ভিস নিয়ে তাদের মতামত ও চিন্তাভাবনা সম্পর্কে জানার সুযোগ আপনার বেশি, যা ডিজিটাল মার্কেটিং স্ট্রাটেজি বানানোর জন্য গুরুত্বপূর্ণ।
ডিজিটাল মার্কেটিং বাজেট নিয়ন্ত্রণের সুবিধা: নিজের ব্যবসার ব্যাপারে দরকারি সিদ্ধান্ত নেবার ক্ষমতা থাকে আপনার। ফলে দরকার অনুযায়ী ডিজিটাল মার্কেটিং বাজেটে পরিবর্তন আনতে পারেন আপনি।
ব্র্যান্ডকে ঠিকভাবে প্রেজেন্ট করার স্বাধীনতা: কাস্টমারদের সামনে আপনার ব্র্যান্ডকে ভালোভাবে তুলে ধরার জন্য সরাসরি সিদ্ধান্ত নেবার স্বাধীনতা থাকে আপনার।
ডিজিটাল মার্কেটিং টিম নিয়োগে সুবিধা: নিজের ব্যবসায় ডিজিটাল মার্কেটিং করলে আপনি যে প্র্যাকটিক্যাল স্কিল ও অভিজ্ঞতা অর্জন করবেন, তা আপনাকে পরবর্তীতে ডিজিটাল মার্কেটিং টিম বা এজেন্সি নিয়োগের সময় সঠিকভাবে যাচাই-বাছাই করতে কাজে দেবে।
নিজের ব্যবসায় কীভাবে ডিজিটাল মার্কেটিং করবেন?
- আপনার প্রোডাক্ট বা সার্ভিস নিয়ে কাস্টমারদের মতামত ও চিন্তাভাবনা সম্পর্কে যত বেশি সম্ভব জানার চেষ্টা করুন। এটি আপনার কাস্টমার রিসার্চের অংশ।
- কাস্টমার রিসার্চের ভিত্তিতে ডিজিটাল মার্কেটিং স্ট্রাটেজি বানান।
- ডিজিটাল মার্কেটিং স্ট্রাটেজি অনুযায়ী ক্যাম্পেইন প্ল্যানিং করুন।
- ক্যাম্পেইন প্ল্যান অনুসারে ডিজিটাল মার্কেটিং চ্যানেলগুলোতে কন্টেন্ট পোস্ট করুন।
- ক্যাম্পেইনের পারফরম্যান্স ট্র্যাকিং করুন। Microsoft Excel বা Google Sheets-এর মাধ্যমে পারফরম্যান্সের ডকুমেন্টেশন রাখুন।
- ক্যাম্পেইন চলার সময় কাস্টমারদের রেসপন্স ও ইন্টারঅ্যাকশনের উপর আলাদাভাবে ফোকাস করুন।
- পারফরম্যান্স ও কাস্টমার রেসপন্স অনুযায়ী ক্যাম্পেইনে পরিবর্তন নিয়ে আসুন।
ডিজিটাল মার্কেটিং স্ট্রাটেজি বানানোর সময় আপনাকে বেশ কিছু বিষয় বিবেচনা করতে হবে। যেমন:
- প্ল্যানিংয়ের ধরন
- পুরো বছরের ক্যাম্পেইন প্ল্যানিং একবারে করবেন নাকি পুরো বছরকে কয়েক ভাগে ভাগ করে ক্যাম্পেইন চালাবেন?
- ক্যাম্পেইনের উদ্দেশ্য
- ক্যাম্পেইন থেকে মূলত আপনার চাওয়া কী? সেলস নাকি ব্র্যান্ডের পরিচিতি?
- ক্যাম্পেইনের ধরন
- ক্যাম্পেইন কি অর্গানিক হবে নাকি পেইড? নাকি ২ ধরনের ক্যাম্পেইন একই সাথে চালাবেন?
- ক্যাম্পেইনের বাজেট
- ক্যাম্পেইনের বাজেট কি শুরুতেই ঠিক করে নেবেন? নাকি কম বাজেট দিয়ে শুরু করে পারফরম্যান্স ও কাস্টমার রেসপন্স অনুযায়ী বাজেট বাড়াবেন?
- ক্যাম্পেইনের সময়
- ঈদ বা এ ধরনের বড় উপলক্ষের কতটুকু আগে বা পরে আপনার অন্য ক্যাম্পেইনগুলো সাজাবেন?
- ক্যাম্পেইন ম্যাটেরিয়াল
- পুরো ক্যাম্পেইনের ম্যাটেরিয়াল কীভাবে প্রস্তুত করবেন? নিজের টিম দিয়ে নাকি কোনো এজেন্সির মাধ্যমে?
- বহুব্রীহিতে আপনার পুরানো প্রোফাইল আপডেট করা জরুরি - April 28, 2023
- ডিজিটাল মার্কেটিং নিয়ে ফ্রিল্যান্সিং করে আয় - January 22, 2023
- ডিজিটাল মার্কেটিং গাইড: বিগিনারদের জন্য - January 4, 2023