আপনার যদি ডিজিটাল মার্কেটিংয়ের উপর কমপক্ষে ১-২ বছরের কাজের অভিজ্ঞতা থাকে, তাহলে নিজের এজেন্সি দেবার কথা চিন্তা করতে পারেন। দুইভাবে এজেন্সি দিতে পারবেন:
- পরিচিত অন্য ডিজিটাল মার্কেটারের সাথে পার্টনারশিপ করে
- সরাসরি নিয়োগ দিয়ে টিম বানানোর মাধ্যমে
ডিজিটাল মার্কেটিং এজেন্সি চালানো মানেই একটি নির্ভরযোগ্য ব্যবসা দাঁড় করানোর চেষ্টা করা। তাই এ ব্যাপারে সিদ্ধান্ত নেবার সময় ৫টি বিষয় খুব গুরুত্বপূর্ণ:
- আপনার অভিজ্ঞতা ও পোর্টফোলিও
- এজেন্সি চালানোর খরচ
- আপনার টিম ম্যানেজমেন্ট স্কিল
- আপনার নেটওয়ার্কিং স্কিল
- আপনার বিজনেস ডেভেলপমেন্ট স্কিল
উপরের ৫টি বিষয়ে কনফিডেন্স থাকলে ডিজিটাল মার্কেটিং এজেন্সি চালিয়ে ভালো আয়ের সুযোগ রয়েছে আপনার জন্য।
ডিজিটাল মার্কেটিং এজেন্সি চালিয়ে কত আয় করা যায়?
ডিজিটাল মার্কেটিং এজেন্সি চালিয়ে শুরুতে মাসে কয়েক লক্ষ টাকা পর্যন্ত আয় করা সম্ভব। তবে এটি সম্পূর্ণরূপে ক্লায়েন্টসংখ্যা, সার্ভিসের ধরন ও সার্ভিসের কোয়ালিটির উপর নির্ভরশীল। তাই শুরুতেই মাসিক কয়েক লক্ষ টাকা উপার্জনে যেতে এজেন্সি দেবার আগে থেকে ডিজিটাল মার্কেটার হিসাবে আপনার ও আপনার টিমের ভালো পরিচিতি থাকা জরুরি।
ডিজিটাল মার্কেটিং এজেন্সিতে কী কাজ করতে হয়?
আপনি যদি নিজের ডিজিটাল মার্কেটিং এজেন্সি চালান, তাহলে আপনার মূল কাজ হবে:
- আপনার ডিজিটাল মার্কেটিং সার্ভিসের ব্যাপারে সম্ভাব্য ক্লায়েন্টদের জানানো – প্রোমোশন চালিয়ে কিংবা সরাসরি ক্লায়েন্টদের সাথে যোগাযোগ করে
- ক্লায়েন্টের প্রয়োজন অনুযায়ী ডিজিটাল মার্কেটিং সার্ভিসের প্রজেক্ট প্রপোজাল পাঠানো
- ক্লায়েন্টের সাথে আলোচনা করে ডিজিটাল মার্কেটিং প্রজেক্টের স্কোপ অফ ওয়ার্ক (Scope of Work) বানানো
- ডিজিটাল মার্কেটিং প্রজেক্টের ভিত্তিতে আপনার টিমের জন্য কাজ নির্ধারিত করে দেয়া
- ডিজিটাল মার্কেটিং প্রজেক্টের প্রগ্রেস নিয়ে আপনার টিমের কাছ থেকে নিয়মিত আপডেট নেয়া
- ডিজিটাল মার্কেটিং প্রজেক্ট অনুযায়ী ক্লায়েন্টের কাছে কাজের ডেলিভারি দেয়া
- ক্লায়েন্টকে ডিজিটাল মার্কেটিং প্রজেক্টের প্রগ্রেস সম্পর্কে নিয়মিত আপডেট জানানো
- দরকার হলে ডিজিটাল মার্কেটিং প্রজেক্টের উপর রিপোর্ট বানিয়ে ক্লায়েন্টের কাছে পাঠানো
- প্রজেক্টের আগে-পরে ক্লায়েন্টের সাথে কাজের পেমেন্ট বা বিলিং সংক্রান্ত ব্যাপার সামলানো
ডিজিটাল মার্কেটিং এজেন্সি কীভাবে শুরু করবেন?
- আপনার ডিজিটাল মার্কেটিং এজেন্সির মাধ্যমে কী কী সার্ভিস দিতে চান, সে ব্যাপারে সিদ্ধান্ত নিন।
- ডিজিটাল মার্কেটিং সার্ভিস দেবার জন্য এজেন্সিতে কত জন মার্কেটার দরকার হবে, তা হিসাব করুন।
- ডিজিটাল মার্কেটিং সার্ভিস দেবার জন্য অন্য মার্কেটারদের সাথে পার্টনারশিপ করবেন নাকি কাউকে নিয়োগ দেবেন, সেটা ঠিক করুন।
- ডিজিটাল মার্কেটিং সার্ভিসের রেট নির্ধারণ করুন।
- ডিজিটাল মার্কেটিং সার্ভিসের যাবতীয় তথ্য নিয়ে ক্যাটালগ ও পোর্টফোলিও তৈরি করুন।
- ডিজিটাল মার্কেটিং এজেন্সির ওয়েবসাইট বানান।
- ডিজিটাল মার্কেটিং এজেন্সি চালানোর জন্য দরকারি ব্যবসায়িক ডকুমেন্ট (যেমন, ট্রেড লাইসেন্স) সংগ্রহ করুন।